১৮১. ২০ সেপ্টেম্বর দখলীয় এলাকায় পাকিস্তানী প্রশাসন অচল

নাম প্রকাশে অনিচ্ছুক

<৬,১৮১,৩১৩>

শিরোনামসংবাদ পত্রতারিখ
দখলীয় এলাকায় পাকিস্তানী শাসন অচলমুক্ত বাংলা

১ম বর্ষ ঃ ১ম সংখ্যা

২০ সেপ্টেম্বর ১৯৭১

 

 

দখলীয় এলাকায় পাকিস্তানী শাসন অচল

 

 

মুজিবনগর হতে বিশ্বস্ত সুত্রে জানা গেল যে- সদ্য আগত শরনার্থীরা বলেন – বেশ কিছুদিন আগে থেকেই পাকিস্তান সরকার বাংলাদেশে প্রচার করছিলেন যে খুব শীঘ্রই সামরিক শাসনের অবসান ঘটবে। কিন্তু মুশকিল হচ্ছে ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, সিলেট, কুমিল্লা, চট্রগ্রাম, রাজশাহী এবং রংপুর থেকে যে খবর পাওয়া গেছে, তাতে দেখা যায় যে, ঐ সকল জেলার সরকারী অফিস, কাছারী এবং আদালতে শতকরা ২৫ জনের বেশী কর্মচারী কাজে যোগদান করেনি। জনৈক শরনার্থী বলেন যে ফারদপুর শহরে আদালতে একজন বিচারকও নেই – শুধুমাত্র দুইজন সামরিক অফিসার আদালতের কাজ চালিয়ে যাচ্ছেন। এদের কাছে বিচারের জন্য এখনো কোন মামলা আসেনি। এ অবস্থায় টিক্কা খাঁনের স্থলে ডাঃ মালিককে গভর্নর করায় কোন পরিবর্তন পরিলক্ষিত হচ্ছেনা। রংপুরের সংবাদে জানা যায় যে, এখানকার জজ ও মুন্সেফ পালিয়ে গেছেন। কয়েকজন অবাঙ্গালী অফিসার নিয়োগ করা হচ্ছে। কিন্তু লোকের আস্থা ফিরে অসছে না।

 

       ঢাকায় প্রত্যক্ষ্যদর্শীর বিবরনে প্রকাশ যে – সেখানকার অবাঙ্গালী ব্যবসায়ীরা ব্যবসা গুটানোর তালে আছেন ।  

 

       মেয়ে ছেলেদের তারা পূর্বেই করাচিতে স্থানান্তর করেছেন।বাঙ্গালীরা কোন অবাঙ্গালী দোকানে যান না।

Scroll to Top