মুক্তিবাহিনীর সদস্যদের শপথনামা

শিরনামউৎসতারিখ
৭০। শপথনামা৯ নং সেক্টরের দলিলপত্র১৯৭১

 

কম্পাইল্ড বাইঃ রানা আমজাদ

<১১, ৭০, ৫৩৩>

 

শপথনামা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারঃ-

জয় বাংলা

 

আমি জাহিদ হোসাইন

 

পরম করুণাময় আল্লাহতায়ালার*/পরমেশ্বর* সৃষ্টিকর্তার নামে সজ্ঞানে ও সুস্থ শরীরে শপথ করিতেছি যে, আমি আমার প্রাণের বিনিময়ে হইলেও আইনগতভাবে গঠিত প্রতিনিধিত্বশীল স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতি অনুগত থাকিব। আমি আরো শপথ করিতেছি যে, মুক্তিবাহিনীর একজন সৈনিক হিসাবে আমি আমার মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার্থে সর্বশক্তি নিয়োগ করিব, এবং এ ব্যাপারে আমার উপর অর্পিত যে কোন দায়িত্ব ও নির্দেশ প্রাণের বিনিময়ে হইলেও যথাযথভাবে পালন করিব, দেশরক্ষার স্বার্থে জল, স্থল বা আকাশপথে যে কোন স্থানে যাইব এবং মুক্তিবাহিনীতে আমার উর্ধ্বতন নায়ক বা অন্য ভারপ্রাপ্ত ব্যক্তির যে কোন নির্দেশ প্রাণ বিপন্ন করিয়াও পালন করিব।

 

আমি আরো শপথ করিতেছি যে, বাংলাদেশের সামরিক প্রস্তুতি ও বাংলাদেশ রক্ষণ ব্যবস্থার সহিত সংশ্লিষ্ট বা অন্য কোন বন্ধু রাষ্ট্রের সহিত বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সহিত জড়িত যে কোন তথ্য এমন কোন ব্যক্তিকেই জানাইব না বা তাহার কর্ণগোচর করিব না যাহার সরকারী দায়িত্ব পালনে এই তথ্য জানিবার প্রয়োজন নাই অথবা যাহাকে কোন তথ্য জানানো আমার দেশের স্বার্থানুকুল নয়।

 

স্থান- হেডকোয়ার্টার, ৯ নং সেক্টর

স্বাক্ষর- জাহিদ হোসাইন

 

তারিখ ১৪.১.৭১

 

স্বাক্ষী………………………………

 

তারিখ……………………………

 

 

 

 

 

*যেটাই প্রযোজ্য হয় পড়ুন।

 

*গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সীল

Scroll to Top