মাজদিয়া যুব শিবির কর্ত্রিপক্ষের একটি চিঠি

শিরোনামউৎসতারিখ
৮১। মাজদিয়া যুব শিবির কর্তৃপক্ষের একটি চিঠি৮নং সেক্টরের দলিলপত্র২০ সেপ্টেম্বর, ১৯৭১

 

কম্পাইল্ড বাইঃ Aadrita Mahzabeen

<১১, ৮১, ৫৭৬>

 

মাজদিয়া ইয়োথ ক্যাম্প

২০-৯-১৯৭১

 

প্রিয় ইউনুস সাহেব,

 

গতকাল্য আপনার পত্র মোতাবেক এখন থেকে জীবন নগর থানার নিন্মলিখিত দুই জন মুজাহিদ হাবিলদারকে ওখানে পাঠানো হয়েছে। ওদেরকে যদি কোন কাজে নিযুক্ত না করে থাকেন তা’হলে ওদেরকে এখানে পাঠিয়ে দিবেন; কারণ আগামী কাল খুব ভোরে আমার এখান থেকে উচ্চতর শক্ষা গ্রহণের জন্য ছেলেদেরকে পাঠানো হচ্ছে। যদি আজকে ওদেরকে না পাঠান তবে ওরা এই সুযোগটা হারাবে।

 

আর যদি অন্য কাজে তাদেরকে নিযুক্ত করেন তা’হলে আমার কোন আপত্তি নাই।

 

 

মঙ্গল কামনা করি –

 

ইতি

মোহাম্মাদ আবুল হাশিম

 

 

(১)    আনোয়ার হোসেন (মুজাহিদ হাবিলদার)

        সাং-লক্ষীপুর, থানা-জীবন নগর, কুষ্টিয়া

 

(২)    জয়নাল আবেদীন (মুজাহিদ হাবিলদার)

        বাঁকা মাঠ পাড়া, জীবন নগর, কুষ্টিয়া

Scroll to Top