জনৈক মুক্তিযোদ্ধার সংকেতপূর্ন চিঠি

শিরোনামউৎসতারিখ
৬০। জনৈক মুক্তিযোদ্ধার সংকেতপূর্ণ চিঠি১১ নং সেক্টরের দলিলপত্র১৯ নভেম্বর, ১৯৭১

 

কম্পাইল্ড বাইঃ Aadrita Mahzabeen 
<১১, ৬০, ৫১৯>

 

তুলা/১/গ/১

 

 

বড় ভাই সাহেব,

 

সালাম নিবেন। আশা করি খোদার কৃপায় ভালই আছেন। আমাদের থানা ক্লাবের শাখা করেছি। আপনার কাছে কয়েক দিন পূর্বে পত্র লিখেছি কিন্তু কোন উত্তর পাই নাই। আপনি যাওয়ার পর মৌলভী সাহেব বাহিরের কাচারীতে আপনার সিটে থাকেন। তিনি কাচারি ঘরে আমাদের এলাকার বোনদের কোরআন শরীফ পড়াচ্ছেন। মৌলভী সাহেব আপনার কথা প্রায়ই জিজ্ঞাসা করেন। তার কাছে পত্র লিখবেন। মিতা আমাদের এখানে আছে। দাদা গরুর খোঁয়াড় রেখেছেন। মামা ভালই আছেন। বোনও ভাল। চিন্তা করবেন না। বাড়ীর সবাই আল্লাহর কৃপায় ভালই আছে। কোন প্রকার চিন্তা করবেন না। সবার কাছে শ্রেনী মত দোয়া ও সালাম দিবেন।

 

ইতি

ছোট ভাই

 

Scroll to Top