জনৈক মুক্তিযোদ্ধার সংকেতপূর্ন চিঠি

শিরোনামউৎসতারিখ
৫৪ ) জনৈক মুক্তিযোদ্ধার সংকেতপূর্ণ চিঠি১১ নং সেক্টরের দলিলপত্র১ নভেম্বর ১৯৭১

 

 
কম্পাইল্ড বাইঃ নীলাঞ্জনা অদিতি

<১১, ৫৪, ৫১৩>

 

 

প্রিয় ছোট ভাই,

 

আমার স্নেহ নিও। তোমার চিঠি পেয়ে বেশ উদ্বিগ্ন হলাম। তোমার যে তিন বোনের কথা ওদের নাম পাঠাও। বিশ্বাস ঘাতকদের একমাত্র শাস্তি মৃত্যু। ডাক্তার এবং সিরাজ সম্পর্কে আমাদের এই অভিমত। তবে যদি সম্ভব হয় ওদের যেভাবে পারো আমার কাছে পাঠাবার ব্যাবস্থা কর। না পারলে সিদ্ধান্ত তোমরাই নেবে।

 

আগে যে নির্দেশ দিয়েছি তা ঠিক মত পালন করছনা। সকল নির্দেশ বুঝে পালন করতে চেষ্টা করবে।

 

তোমাদের জন্য ডিম এবং মুরগি সত্বর পাঠাবার ব্যাবস্থা করব। সময় কিছু লাগবে। যে সব ব্যাপারে জানতে চেয়েছি তা সত্বর জানাবে। তোমার সাংসারিক খরচের জন্য ১০০ (এক শত ) টাকা পাঠালাম। আহারের সংস্থান অবশ্যই স্থানীয়ভাবে করতে হবে। নাখলার বড় বোন দুজনকে যোগাযোগ করতে বল। ওরা নীরব কেন?

 

আমরা ভালো আছি। তোমাদের কুশল কামনা করি।

 

ইতি

বড় ভাই

Scroll to Top