আইন – কাঠামো আদেশ সংশোধন

৭.৫৯.১২৩

ষিরোনামসূত্রতারিখ
৫৯। আইন কাঠামো আদেশ সংশোধনদৈনিক পাকিস্তান৫ই সেপ্টেম্বর, ১৯৭১

 

        ইসলামাবাদ, ৪ঠা সেপ্টেম্বর (এপিপি)।– আইন কাঠামো আদেশ সংশোধন করে প্রেসিডেন্টের জারীকৃত এক আদেশে জাতীয় অথবা প্রাদেশিক পরিষদের কোন আসন সাময়িকভাবে শুন্য হলে, আসন শুন্য হওয়ার চার মাসের মধ্যে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

        এই আদেশের নাম আইন কাঠামো (দ্বিতীয় সংশোধনী) আদেশ, ১৯৭১।

        এই আদেশ অবিলম্বে কার্যকরী হবে। আইন কাঠামো আদেশের ৭ নম্বর ধারার পরিবর্তে এই আদেশ জারী হয়েছে। উক্ত বাতিল ধারা অনুযায়ী আসন শুন্য হওয়ার তিন সপ্তাহের মধ্যে উপ-নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা ছিল।

Scroll to Top